তুমি যদি কভু
অভিমান করো ঠুনকো রাগের ঝলকানি তুলে গায়-
নীলাভ আকাশ আছড়িয়ে পড়ে পাকা ফসলের মাঠে,
দৈন‌্যতা নামে নদীতলদেশে ক্রমশ শুকিয়ে যায়,
বিরহ যাতনা বিবশ চেতনা রাতের প্রহর গোনে,
পাহাড়ের মুখে জ্বলন্ত লাভা আগ্নেয়গিরীর ছলে
গলে গলে ঝরে, চাঁদনী পসর রাতের বেলায় জমে
কৃষ্ণ কালো মেঘের আস্তরন জ্যোৎস্নার সম্মুখে,
সাগরের জল নিস্তরঙ্গ, গান শোনায় না আর
তারার মেলার আকাশগঙ্গায় কৃষ্ণগুহার থাবা
টেনে নেয় ক্রমে গহীন আঁধারে জীবন আয়ুষ্কাল,
মরমের তলে শেলের আঘাৎ প্রচন্ড আক্রোশে
তছনছ করে জীবনের ধারা নিষ্ঠুর অভিঘাতে।