ফানুস দেখেছো তুমি? বাহিরের রূপখানি-
সৌকর্ষমন্ডিত এক আলোকের বিচ্ছুরণ;
অন্ধকারভেদি উর্ধ্বমূখী স্নিগ্ধ আলোর প্রভা,
শুনেছো কি তুমি ফানুস-অন্তরের অনুরণন?


দেখেছো কি তার ভেতরের রূপ? ভীষণ ফাঁকা-
এক বিশাল শূন্যতা দিয়ে গড়া এ ফানুস জীবন;
বুকের তলে জ্বলে নিরন্তর চৈতন্যের অনল,
উদ্বাহু চেতনার আগুনের লেলিহান শিখার মতন।


ভালোবাসা-প্রেম-শুদ্ধতা ক্রমান্বয়ে গলে যায়,
এই ভগ্নাংশ-মানুষ জীবনের আনন্দহীনতায়।
ফানুসের বাহিরের রূপ দেখে তুমি হও সুখী,
ছাই হবার অপেক্ষায় আমি ক্রমশ উর্ধ্বমূখী।


০৫-০৬-২০১৪।