একজন কবি মানেই তার সাম্রাজ্যের একক স্বেচ্ছাচারী,
ইচ্ছেমতো ভালোবাসা বিলোয় অস্পৃশ্য কাব্যদেবীর প্রতি
অথবা চরম ঘৃণাবোধ উগরে দেয় তাকে, যে কামনা করে-
অঙ্গেতে অঙ্গের স্বাদ- পরম রমন সুখের চরম শিৎকার...


একজন ব্লগার মানেই বন্ধুদের মনতুষ্টির বগল দাবানো,
ব্লগের লেখা (কবিতা,গল্প বা যা কিছুই হোক না কেনো)
পাঠ করে, আধাআধি পড়ে অথবা না পড়েই বলে দেয়-
'খুব ভালো', 'চমৎকার', 'বিমুগ্ধ', 'চালিয়ে যান' ...


নতুন কবিদের নিয়ে সমস্যা বেশী- তাদের গোস্বাও বেশী,
তারা কবিতার কাব্যিকতা নিয়ে সমালোচনা সহ্য করে না;
কবিতা তাদের আনকোড়া প্রেমিকার মতো নিটোল রূপের,
কেউ ছুঁতে পারবে না, তাকাতে পারবে না তীর্যক চোখে...


০৭/০৬/২০১৪।
মিরপুর, ঢাকা।