এইখানে এসে প্রাণের স্পন্দনে জেগেছিলো কিছু কবি
'কবি নাকি কাক জগতে বেশি?' এই আলেখ্যের তুখোড় তর্কালাপ,
যত মুনি তত কথা ফুরায় নাতো কথার শেষ,
জগতের সব সিদ্ধান্তহীন উত্তরের মতো রইল অবশেষ।


কার্টুনিষ্ট উন্মাদ কবির বাড়া, ঝাড়া ঝাড়া কথায় বুঝিয়েছিলো,
মুখোশের আড়ালে দেখলো আরেক কবির দীপ্র রেখা।
কবিদের আড্ডায় উঠে এলো- প্রেম ও কবিতার কলকথা।
এইখানে উঠে এলো হৃদয়ের সাথে হৃদয়ের কথা,
আকরিত প্রেমের মথিত উচ্ছ্বাস,
সব কিছু তুচ্ছ করে আকাশ চাতালে রোপিত হলো প্রেমের দুর্বাঘাস।


তারপর, অনেক ভালোবাসার সোঁদা গন্ধ নিয়ে
যে যার পথে চলে আসে গহীন রাতের আগে,
আলোঘরে দীপ্ত প্রভা আবার ফুটবে অন্য কোথাও-
হয়তো বা কোন খোলা আকাশের নিচে- শহীদ মিনারে ...


১০/০৬/২০১৪
এ রচনাকে আমি কবিতা বলবো না।