চপল চরণে বৃষ্টিতে ভিজে
   ভেজা হাত তুলে ডাক দিলে নিজে
        গহন মনের গহীন বনেতে
            ফোটায়ে তুললে পুষ্প-গোলাপ।
দুরু দুরু বুকে চরণ ফেলিয়া
   সঙ্কোচ সব দু'পায়ে দলিয়া
          মোহের টানেতে আসিনু একেলা
                  পিছনের ঋণ করিয়া খেলাপ।


ঝিরি ঝিরি ঝির বৃষ্টির তলে
   আমাদের মন উজানেতে চলে
         রামধনু হতে রঙ ছেনে এনে
               চরণে পরাই- বিলোলিত মন।
দূর থেকে সব কূট কৌশলী
   ছুঁড়ে দেয় আজ মিছে কালিঝুলি
         তুমি যে আমার সাধের ডাহুকী
                 হৃদয়ে বাড়াও তরিৎ-ত্বরন।


১১-০৬-২০১৪
পল্লবী, ঢাকা।