কবিতা আমার রক্ত কণিকা প্রেমের ফল্গুধারা,
কবিতা আমার অনেক আঁধারে জ্যোতির্ময়িনী তারা।
মায়া নন্দনে মেঘের পরশে স্নিগ্ধতা ভালোবাসা
স্বপ্ন-পুষ্প ছড়ায় হৃদয়ে।
                                  
                                    তীব্র সুখের আশা
প্রেম সৌরভে আমোদিত করে। বিষের বাঁশুরী বুঝি
নিশি রাত ভর সুর তুলে যায়, তাই নিতি তারে খুঁজি।
কবিতা আমার প্রিয়ার চোখের নেশা ভরা রাতগুলি
ঝড় তুলে যায় চেতনার মাঝে।  


                                  কিশোরের ডাংগুলি,
যুবকের প্রেম, চেতনার গান কবিতার সাথে রাখি,
কবিতার মুখে সুধাকর আলো করে যায় মাখামাখি।
কবিতা আমার শাণিত অস্ত্র, পরশ পাথর ওরে!
কবিতাকে খুঁজি প্রিয়ার নয়নে।


                                       মানুষের অন্তরে
উদ্ভাসে যবে বিশ্বজয়ের সোপানে বাংলাদেশ,
কবিতা আমার ঝর ঝর ঝরে।
                                  অপরূপ পরিবেশ-
স্বর্গের আলো ছড়ায় যখন জনগণমন মাঝে,
কবিতারা এসে প্রিয়ার মতোন আমার হৃদয়ে বাজে।