{আজ কিউবার সফল বিপ্লবী, আর্জেন্টিনীয় মার্ক্সবাদী চে' গুয়েভেরার (এর্নেস্তো গেভারা দে লা সের্না ) ৮৭ তম জন্মদিন। সেই বিপ্লবীর উদ্দেশ্যে আমার এই শব্দমালা।}
.......................................................................................


বলিভিয়ার বরফাচ্ছাদিত আন্দেস পর্বতমালার মালভূমিতে
সুবজের ঝালর ক্রান্তীয় বনাঞ্চল ছড়িয়ে ছিটিয়ে আছে;
তারই মাঝে দীপ্ত-চেতনাময় যোদ্ধাদের সমভিব্যাহারে
দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে অভীষ্ট লক্ষ্যে-
মানুষ মঙ্গলের আলোকবর্তিকা-
লোভী শোষকের শোষণ থেকে মুক্তিকামী গেরিলার দল।


ওরা গৃধ্নুর দল, তাদের জোড়া জোড়া ধূর্ত চোখ
তোমাকে হন্যে হয়ে খুঁজে বেড়ায়
আন্দেস থেকে শ্যামল তৃণভূমির ভাঁজে ভাঁজে,
ফিদেল কাস্ত্রোর মস্তিষ্কখ্যাত বিপ্লবের বরপূত্র;
পৃথিবীর সকল নির্যাতিত মানুষের মুক্তিদূতের প্রতিভূ-
প্রদীপ্ত প্রদীপের পাঞ্জেরী এক- চে' গুয়েভেরা।


বলিভিয়ার পাথুরে মাটি শুষে নিতে পারেনি
তোমার আশ্চর্য রকম নীল রক্তের ধারা,
আমাজন বনাঞ্চল পেড়িয়ে ক্রমেই এগিয়ে যাচ্ছে
প্রশান্ত মহাসাগরের পথে-


একচেটিয়া পুঁজিবাদের দোসর নব্য সাম্রাজ্যবাদ
কেড়ে নেয় এক রূপকথার বিপ্লবী-প্রাণ!
চে গুয়েভেরা! তোমার রক্ত ফিনিক্সের প্রেরণা নিয়ে
জেগে উঠবে যুগে যুগে, কালে কালে, দেশে দেশে অবিরাম ...


১৪/০৬/২০১৪।