{ আমার প্রিয় ব্যক্তিত্ব সরদার ফজলুল করিম স্যারের
   (জন্ম- ১ মে, ১৯২৫ - মৃত্য- ১৪ জুন, ২০১৪)
   চির বিদায়ে মনটা বড়ো এলোমেলো; এটা কবিতা নয়,
   অনেক কষ্টের অশ্রুর ঝর্ণাধারার বিলাপিত সুর। আল্লাহ
   তাঁর প্রতি করুণা করুন, এ প্রার্থনা সর্বদা। }
======================================
কান্নারা আজ ভিড় করেছে আমার চোখের কোনে
দুপুর বেলায় একটি সূয্যি ঘুমিয়ে গিয়েছে বনে
চোখের ভেতর অশ্রুধারা চোখে নামায় সাঁঝ
বিষন্নতার একটি নদী বয়ে চলে ধীরে। আজ
ছোটখাট মহান মানুষ  অবোধ শিশুর মতো
ঘুমিয়ে রয়েছে ফুলে ফুলে ছেয়ে; অবিরাম অবিরত
স্মৃতির পাখারা ঝাপটিয়ে মরে প্রিয় গুরুর তরে
মনটা আজি বাউলা বাতাস কেমন জানি করে!


এইতো সেদিন বলেছিলে, বৃদ্ধ-যুবা হে!
'হইনি 'টায়ার্ড' কেনো আমি রইবো বসে ঘরে?'
যখন পায়ে হাত দিয়েছি ভক্তি-রসে ভিজে
দু'হাত তুলে বুকে নিতে আপন ভেবে নিজে
চলন্ত এক বিশ্বকোষের বিদায় হলো আজ
জ্ঞান তাপস সরদার স্যার সকল শিষ্যের তাজ ...


http://www.prothom-alo.com/opinion/article/242089/%E0%A6%86%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81_%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E2%80%93%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80