[ পূণঃত্রয়ী কবিতাঃ  ইংরেজিতে এক ধরনের কবিতাকে TRIOLET কবিতা বলে। এটি  মাত্র দুটি ছন্দের আট লাইনের একটি ছোট কবিতা। এর নির্দিষ্ট  নিয়মটি সহজবোধ্য: প্রথম চরণটি চতুর্থ ও সপ্তম চরণে পুনরাবৃত্তি করা হয় এবং দ্বিতীয় চরণ শেষ বা চূড়ান্ত চরণে পুনরাবৃত্তি করা হয়।  শুধুমাত্র চরণের অন্তমিলগুলো পরিপূর্ণ ছন্দতায় ব্যবহার করতে হয়। এটি ছড়ার ছন্দে (স্বরবৃত্ত) লিখলেই সুন্দর মানায়। এ ছাড়া মাত্রাবৃত্তেও লিখার প্রয়াস চালানো যায়।
ছন্দ প্রকরণঃ  ABaAabAB, বড় হাতের অক্ষরে পুনরাবৃত্তি লাইনের ইঙ্গিত। সুতরাং, বলা যায় 'পূণঃত্রয়ী' মাত্র পাঁচটি মূল চরণের কবিতা। কবিতার তিনটি চরণ পুনরাবৃত্তি হয় বলে এটিকে আমি 'পূণঃত্রয়ী' বলে অভিহিত করলাম। ]
=======================================


দিঘির জলে ঢিল ছুঁড়ে কে অধীর করে শান্তজল?
ঢেউয়ের ঘায়ে পাড় ভেঙ্গে যায়, বিষন্ন তাই মনটি আজ।
সবুজ বনে স্তব্দ বিহগ করছে না আর কোলাহল;
দিঘির জলে ঢিল ছুঁড়ে কে অধীর করে শান্তজল?
দীঘল রাতে মাঝ গগনে উঠছে চাঁদের কৌতূহল;
পদ্মাবতী! নাঙ্গা পায়ে আয় দিঘিতে রেখে সাজ।
দিঘির জলে ঢিল ছুঁড়ে কে অধীর করে শান্তজল?
ঢেউয়ের ঘায়ে পাড় ভেঙ্গে যায়, বিষন্ন তাই মনটি আজ।


২২/১১/২০১৪্
মিরপুর, ঢাকা।