[ পূণঃত্রয়ী কবিতাঃ এ ধরনের কবিতা মাত্র দুটি ছন্দের আট লাইনের একটি ছোট কবিতা।    
ছন্দ প্রকরণঃ  ABaAabAB, বড় হাতের অক্ষরে পুনরাবৃত্তি লাইনের ইঙ্গিত। সুতরাং, বলা যায় 'পূণঃত্রয়ী' মাত্র পাঁচটি মূল চরণের কবিতা। কবিতার তিনটি চরণ পুনরাবৃত্তি হয় বলে এটিকে আমি 'পূণঃত্রয়ী' বলে অভিহিত করলাম। ]
============================================
জাগলে জোয়ার ফল্গু ধারায় উঠবে ফুলে নদীর জল,
যৌবনের এই জোয়ার জলে ভেসে যাবেই দুইটি কূল;
অন্ধকারের সমাজখানি ভাঙ্গতে আনো মনের বল,
জাগলে জোয়ার ফল্গু ধারায় উঠবে ফুলে নদীর জল।
অত্যচারীর হত্যা নেশায় জাগো এবার নবীন দল!
করতে বরণ নগরবাসী রয় দাঁড়িয়ে হস্তে ফুল;
জাগলে জোয়ার ফল্গু ধারায় উঠবে ফুলে নদীর জল,
যৌবনের এই জোয়ার জলে ভেসে যাবেই দুইটি কূল।


২২/১১/২০১৪।
মিরপুর, ঢাকা।


(আরো একটি পূণঃত্রয়ী)


কুঞ্জবনে আসবে প্রিয়তী
কবীর হুমায়ূন


কুঞ্জবনে আসবে অরূপ প্রিয়তী,
অনেক প্রিয় প্রেম সাধনার কুঞ্জবন,
লক্ষ দীপে সাজাই অতুল মূরতি;
কুঞ্জবনে আসবে অরূপ প্রিয়তী।
হঠাৎ করে বৃষ্টি নামে ঘোর অতি,
রাধার তরে অধীর হয় যে কৃষ্ণমন;
কুঞ্জবনে আসবে অরূপ প্রিয়তী,
অনেক প্রিয় প্রেম সাধনার কুঞ্জবন।