.                 পর্ব-  ৩
আকাশঃ
তোমার বাড়ির ছাদে নীলাম্বর শাড়ি
বায়ুর তাড়নে ওড়ে, নীলিমা ছোঁয়ার
দুর্দান্ত আক্রোশ নিয়ে, প্রতিদিন দেখি
প্রতিটি বিকেল বেলা মোড়ের দোকানে
চা পানের ছল করে অপেক্ষায় থাকি;
এই বুঝি তুমি এসে স্নিগ্ধ বাতাসের
পরশ মাখার তরে দাঁড়াবে কার্ণিশে,
দুইহাত উচু করে পেঁচানো শাড়ির
জট খোলার ছলনে গ্রীবাখানি বাঁকা
করে একটু তাকাবে বিলোল হাসিতে।
যেমন করতে তুমি কিশোরী বেলায়,
সময়ের কথা ভুলে উঠে যেতে ছাদে।
প্রতীক্ষার ক্ষণগুলো দীর্ঘতর হয়-
ক্রমে সূর্য ডুবে যায় , ফিরে আসি, নদী।


১৯/১১/২০১৪।
মিরপুর, ঢাকা।