.                    পর্ব-  ৪


নদীঃ
আমার দেহ এখন ভাগ হয়ে গেছে,
ভাগ হয়েছে মনের ভালোবাসাটিও;
যেন লক্ষ কুঠুরীতে বিভাজ্য হৃদয়।
এইখানে কোথা রাখি তোমায়, আকাশ!
জোর করে বসে রয় স্বামীর প্রভুত্ব,
সবচে বড়ো কোঠাটি দখলেই তার;
যদিও এখানে বন্দি লালন শা'য়ের
পাখীর মতোন একা, পাখা ঝাপটাই;
খাঁচাতো ভাঙ্গেনা আর, আরো শক্ত হয়।
অন্য সব কক্ষগুলো ভাগ হয়ে গেছে
অচেনা অজানা সব আত্মীয়ের মাঝে।
শুধু বারান্দটা বাকি স্বল্প সময়ের;
বিছনায় যাওয়ার আগে দেখে যাই
আবছা আলোতে তুমি বিশাল, আকাশ!


১৯/১১/২০১৪।
মিরপুর, ঢাকা।