আজন্ম নির্বাসিতা বেহুলার মন নিয়ে
গাঙুরের জলে ভাসায়েছি ভেলা,
           ভালোবাসার লক্ষ্মীন্দর বুকে ধরে।


নক্ষত্রের মতো আলো দেবে তোমার প্রত্যয়,
কলঙ্কের কালিমা মুছে নিয়ে;
আকাশের নিচে বাঁধি ঘর
           লীলাবতী বৃক্ষের ছায়াতলে।


পাখি আসে, পাখি যায় নিরন্তর,
দুর্জনেরা আড় চোখে চায়।
সময়ের বাউলা বাতাস টেনে আনে মেঘ;
সূর্য উঠেনা, বরষণ নামে না,
            এক ঘেয়েমীর উদাস চাহনী।


মুক্তির আহ্বানে খুঁজি ভালোবাসার মানে,
অপরূপ জ্যোৎস্না রাতে অলৌকিক নেশা জাগে,
বসন্তের আগমনে চাই শান্তি নিকেতন।


০২/১২/২০১৪।
পল্লবী, ঢাকা।