রাজাকারদের বিচার চাইলে প্রশ্ন করো যে কেনো?
পঁচিশ হাজার যুদ্ধশিশুর ফরিয়াদ তুমি শোনো!
পাকিস্তানি-যৌন-সন্ত্রাসী-দোসর ছিলো যে তারা,
অনাকাঙ্খিত যুদ্ধশিশুকে হত্যা করলো যারা।


ভন্ডের দল ধর্মের নামে করেছে অত্যাচার,
আজকে তাদের বিচারে বলছো, 'লঙ্ঘিত অধিকার!'
নয় বছরের কিশোরী মেয়ের কৌমার্য সে নিলো,
'বীরাঙ্গনার' দুষিত খেতাব তাহার কপালে দিলো।


কোথায় বিশ্ব বিবেকধারীরা! উত্তর দিয়ে যাও,
স্বার্থের টানে নিয়ত তোমরা মিথ‌্যার গীত গাও।
একাত্তরের বাংলাদেশের জামাতের রাজাকার,
আমার বোনকে করে ধর্ষণ ছিলে তো নির্বিকার!


বিশ্ব-মোড়ল! তোমার দাপটে অত্যাচারীর দল,
মানুষ রক্তে করেছে রঙিন সারা বাংলার জল।
আজকে এসেছো ফের,
কৌশল করে প্রতিশোধ নিতে পরাজিত যুদ্ধের।


০৭/১২/২০১৪।
মিরপুর, ঢাকা।