পশ্চিম নগরে সূর্য, আলোময় জল,
এ বন্দরে অভ্যাগত, চির অনাহারী,
নোঙর ফেলে নাবিক, ঘুটায় ত্রিপল,
দড়াদড়ি ছুঁড়ে ফেলে, হবে অভিসারী।
               ×××


নিষ্কলঙ্ক বন্ধু, অধরা শরীর, সতী,
নিখুঁত মসলিন সে, নির্মল আকাশ;
তার বুকে জেগে রয় জ‌্যোতির রেবতী,
হারায় কৃষ্ণ গুহায়, বাড়ে দীর্ঘশ্বাস।
                ×××


০৯/১২/২০১৪।
মিরপুর, ঢাকা।