.        স্মৃতির রেবতী             চলে দ্রুত গতি
                 হারায় আঁধারে কোন ছলে?
(বহু)   তির্যক বাণ               ঝরে অফুরান
                 ফিরবে সে ফের মন বলে।


           তুর্য-নিনাদে             বিরহীরা কাঁদে
                   গোপন কুঠিরে শব্দহীন,
(দেখো)  ঘন মেঘ ভাসে           দূরের আকাশে
                   সময়ের কোলে রুদ্ধ দিন।


          কবিতারা আজ             তুলে কারুকাজ
                  শানানো শব্দে আসেনাকো,
(তবু)   সুর তুলে গাই               প্রণতি জানাই,
                  সুন্দরতায় ভালো থাকো।


১১/১২/২০১৪।
পল্লবী, ঢাকা।