আদিম সন্ধ্যায় পরিযায়ী বালিহাঁস
উষ্ণতার সুখ খোঁজে জলের ছোয়ায়;
মিশে গেছে ডুবোচরে সুখ-শুভ্র কাশ,
সে আছে স্বপ্নসুখের স্মৃতির রোঁয়ায়।


রং-তুলি তুলি যখন সে জাগে আর্শিতে,
আঁকবো না তার ছবি, মর্ত্য মাতঙ্গিনী;
সন্ধ্যার ঘোলা রোদ ছায়া ফেলে শার্শিতে,
অজান্তেই ভেসে উঠে মর্ত্যের রঙ্গিনী!


০৯/১২/২০১৪।
মিরপুর, ঢাকা।