জীবন পোড়ার ভষ্মরাজি
ছড়িয়ে দিলেম বিশ্বে আজি
জ‌্যোৎস্নারেনুর কাব্য কথা
ভীরু মনের ব্যাকুলতা
         চন্দ্রপতন ধারা;
বিপুল বেগে জলরাশি
বাজায় তাহার মোহন বাঁশি
কলস্বরে ধেয়ে চলে
       হয়ে আত্মহারা।


আগুন ফুলের মালাখানি
তোমায় দিলেম অভিমানী
সাথে দিলেম দুঃখবোধের
            একটু সরলতা;
প্রেমজাগানীর মোহন শোভা
নির্ভয়তার মনোলোভা
অক্ষয় কিরণ পড়ছে ঝরে
            অতুল সুন্দরতা।


আত্মবরণ করার তরে
ভুল বসন্তে থরে থরে
জমা করি রক্তশিমুল ফুল;
মহোৎসবের আনন্দতায়
ছড়িয়ে পড়ে বিশ্ব-সভায়
নির্ঝরের ঐ স্রোতধারায়
          বাজছে কুলু কুল।


১৫/১২/২০১৪।
পল্লবী, ঢাকা।