[কয়েকদিন আসরে আসতে পারিনি;
আজ এ কবিতা লিখতে বাধ্য হলেম।
আসরের কবিবন্ধু দেবাশিস সেন-
এর নির্মম অকাল প্রয়াণ স্মরণে ... ]


ছন্দময় সুর নিয়ে, নিয়ে ভালোবাসা,
জাগবে না তুমি আর মুম্বাই শহরে;
ঘুম পাড়ানির গান, রাতের তিয়াসা,
কাব্যের বাড়ি হাঁটা, কবিতার আসরে।
          অন্তর-সোহাগে যারে বিক্ষুব্ধ সংসারে
          ঘুম পাড়াতে রাতে, সুবাসিত মায়ায়;
          মরণগহন পরশ সে-ই তোমারে
          দানিছে অচেতনায়, কী অবলীলায়!
মৃত্যু নিত্য, সে-তো সত্য জীবনের মতো,
তবুও দুঃখ ছড়ায় অকাল প্রয়াণে;
মোহাবিষ্ট ভালোবাসা বহে অবিরত,
রাতের সুন্দরতায় কবিদের প্রাণে।
          যেখানেই থাকো তুমি, প্রিয় দেবাশিস!
          সুন্দর-মঙ্গলে থেকো, করছি আশিষ।


২১/১২/২০১৪।
পল্লবী, ঢাকা।