মম!
ভেবেছি তোমায় অগ্নিশুদ্ধা আকাশের নীল স্বাতী,
সুবর্ণা সোঁতা, দেবী প্রেমময়ী, মর্ত্য অমরাবতী।


আমার প্রথম কাব্যের ধারা তোমায় করেছি দান,
শব্দ-মিছিলে শ্লোগান তুলেছি ভালোবাসা অফুরান।


ধরেছি যতনে পরাণগহীনে সকল সুখের বিভা,
অলক্ত পায় এলেনাতো হায়! দুর্গতিনাশা শিবা।


ঝড়ের রাত্রি গহন আঁধারে ঢেকে দিলো চরাচর,
বিদ্যুৎজিহ্বা চৌচির করে সুনসান অম্বর।


যেখানেই থাকো সুন্দর থেকো স্বর্গ-নায়িকা সম,
বিমোহিত চিতে জাগরূক রবে আজন্ম প্রিয়, মম।


২৫/১২/২০১৪।
মিরপুর, ঢাকা।