মম,
গহীন আঁধার সাগর পেরিয়ে আমরা এসেছি ভবে,
কালের প্রবাহে ফের আমাদের আঁধারেই যেতে হবে।


মধ্যিখানের কয়েকটি দিন জীবন নামের খেলা,
উতল সাগরে বেয়ে চলা শুধু কদলি-খোলের ভেলা।


জোয়ার-ভাটার অনুকুল-স্রোতে সময়ের মহাটানে,
আমরা চলেছি নিয়তি-পুতুল গভীর আঁধার পানে।


বজ্রবীণার তারে তারে বাজে বিদ্রোহী মহা সুর,
বিমূর্ত ক্ষণে তোলপাড় করে সাতশ' সমুদ্দুর।


তার মাঝে তুমি উদ্ভাস প্রিয় আলোবর্তিকা সম,
নেশার অঘোরে চৈতন্য-রাহা আজন্ম প্রিয়, মম।


২৬/১২/২০১৪।
মিরপুর, ঢাকা।