কবিতা ও রাজনীতি পরস্পর বিপরীত দুই পথ,
রাষ্ট্রনায়কেরা কবিতার পথ এড়িয়ে চলে;
তারা জেনে গেছে ইতিহাসের পাতা থেকে-
কবিতার প্রতিটি পঙক্তি শক্তিশালী এবং শাণিত,
পরমাণু বোমার তেজঃষ্ক্রিয়ার থেকে।


রাষ্ট্রনায়কের মগজে কবিতার প্রেম জন্ম নিতো,
শুদ্ধ কবিতার শুভ্র-শক্তি যদি তার অস্ত্র হতো,
অথবা, কবিগণ যদিবা হতো রাষ্ট্রনায়ক,
যুদ্ধ হতো না কোথাও,কোথাও ঝরতো না রক্ত।
সুখের পারাবত উড়তো সমগ্র ক্ষৌণীতলে।


রাষ্ট্রনায়ক! হয় তুমি কবি হও, শুদ্ধ কবি;
না হয় নেমে এসো সিংহাসন ছেড়ে, জনতার ভীড়ে।
কবি! এবার বের হও দুয়ার খুলে
উত্তপ্ত রাজপথে, টগবগে সূর্যের গলিত লাভার নিচে;
লুতুপুতু প্রেমের শব্দ-ছন্দ ছেড়ে।


আমরা প্রশান্তি চাই, চাই রক্তপাতহীন ভালোবাসা
এবং অন্ন-বস্ত্র-খাদ্য-স্বাস্থ্য-শিক্ষার অধিকার।


২৭/১২/২০১৪।
মিরপুর, ঢাকা।