উদ্ভ্রান্ত সূর্যের লাভার ভেতরে ছিলে তুমি একা
ঘূর্ণায়মান দূর মহাবিশ্বের অস্তিত্বের সাথে;
তীব্রতর দুঃসহ দহন অভ্যন্তরে দিলে দেখা
মানসপটে, অলৌকিক কোন এক গহন রাতে।
খন্ড-বিখন্ডে বিস্তৃত হয় মহাশূন্যের অস্তিত্ব
অচিন কবির চেতনবিদ্ধ প্রেমময় অভিঘাতে;
এর নামই 'বিগ-ব্যাং'- ধ্বংসের মাঝেই সৃষ্টি স্থিত,
নবতর সৃষ্টি হলো তোমার অ-অশনি সম্পাতে।


তোমাতে রাখি প্রেম- জলের সবুজাভ বিচ্ছুরণ,
কামহীন চৈতন্যের তীব্রতর স্পৃহার পরশ;
জেগে উঠো পৃথ্বি-স্বরূপ সর্বংসহা নারী-মনন,
অলৌকিক প্রেম-ছন্দ-মোহে আমায় করো বিবশ।
পৃথিবীর কষ্ট-দুঃখ-লাঞ্ছনা-ভয় করে হরন
মরুভূঁয়ে ঝর্ণা বহাও, জীবনকে করো সরস।


৩০/১২/২০১৪।
মিরপুর, ঢাকা।