আমার     ইচ্ছেঘুড়ি উড়তে যে চায় জ্যোৎস্না রাতে,
             শহর ছেড়ে গাঁয়ের পথে, চন্দ্রনাথে,
             খোলা মাঠে আকাশ দেখা ভর-দুপুরে,
             সাঁতার কাটা নিঝুম গভীর জল-পুকুরে,
             সন্ধ‌্যেবেলা সূর্য দেখা নদীর জলে,
             সুর-বেসুরে গেয়ে উঠা হিজল তলে,
             গাঙচিলেদের খেলা দেখা সাগর পাড়ে,
             দুপুর রাতে একলা হাঁটা নদীর ধারে।


তোমরা    ইচ্ছেঘুড়ির লাটাই ধরো শক্ত করে,
            হাজার রকম নিয়ম দিয়ে রাখছো ধরে,
            তুড়ি দিয়ে উড়িয়ে দাও আমার আশা,
            বদ্ধ ঘরে রুদ্ধ করো ভালোবাসা।


নারীর     ব্যর্থ জীবন, নর-রসনা, লজ্জাবতী!
            ভোগের ঘরে বন্দী হয়ে হয় যে সতী।


০৫/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।