একটি ফুলের সৃষ্টির তরে জীবন ধরেছি বাজি,
বন্ধুর পথ হেঁটেছি অনেক, দুস্তর ময়দান
অমানিশা রাতে পার হয়ে গেছি, নির্ভয়-নির্লোভ
শুদ্ধ-চেতনে, ঝঞ্ঝাক্ষুব্ধ ভয়াল রাতের শেষে
বুকের গহীনে সুবাসিত ছোঁয়া, অনিন্দ গোলাপের
অমিয় ধারার প্রথম পরশে ব্যাকুল হয়েছে মন;
ভুলে গেছি সব কষ্টের কথা কাঙ্খিত ছোঁয়া পেয়ে,
মায়ের কোমল দরদী পরশ বুকেতে রেখেছি চেপে।


সেই গোলাপের পাপড়িতে আজ কীটেরা বানায় বাসা,
কুঁড়ে কুঁড়ে খায় রস ও সুবাস, কি করে সহ্য করি?
শুধু চেয়ে রই দুখ-ভরা মনে, কিভাবে রক্ষা হবে
সৌন্দর্যময় প্রিয়তীর প্রেম, কষ্টে লভেছি যাহা।
রক্তের মাঝে শিহরণ জাগে, আবার যুদ্ধে যাবো,
লভিয়াছি যারে অনেক আয়াসে- চেতনার ভালোবাসা।


০৮/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।