রাতের পরশে ক্লান্ত শরীর যখন শান্ত হয়,
চুপি চুপি এসে মোনালিসা তুমি কত ছলে কথা কও।
পরম সোহাগে মধুর পরশে রক্তে জাগাও নেশা,
যুদ্ধে যাবার তীব্র দহন দাউ দাউ করে জ্বলে।
উলট-পালট জল-জলাঙ্গী, চন্দ্র সূর্য নাচে,
অগ্নিগীরির জ্বালামুখখানি অস্থির হয়ে দেখি;
বিশাল পাহাড় কেঁপে কেঁপে উঠে প্রচন্ড আলোড়নে,
অতঃপর, সব শান্ত সুবোধ ক্লান্ত মাঝির মতো।


স্বেদ বিন্দুর নোনতা স্বাদের গন্ধ ছড়ায়ে যাও,
ঘুমিয়ে পড়ার যাদুর মন্ত্র, অপরূপ ভালোবাসা
বিলাও গোপনে; স্বপ্ন বালিকা! ভেবেছো কখনো তাহা?
হাজার রজনী একীভূত হয় তোমার পরশ পেয়ে!
সুখ জাগানিয়া! আর কতোকাল স্বপ্ন মদিরা হয়ে
মোহাচ্ছন্ন রাখবে আমায় কল্পনার বিবরে?


০৮/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।