জনগণে চায় না যাহা, চায় না সে যে তন্ত্র,
মরণ আনে যে মন্ত্রেতে, তা-ই কি গণতন্ত্র?
নিরাপত্তা নেই জনতার, আপদ চতুর্দিকে,
দেখছে না কেই চক্ষু খুলে হাঁটবে সে কোনদিকে!
উপড়ে ফেলে রেলের সড়ক, পুড়িয়ে ফেলে গাড়ি,
বোমার ঘায়ে মরছে মানুষ, যুবক-শিশু-নারী;
কি আর করতে পারি?


একদিকেতে বারুদ জমা, অন্যদিকে আগুন,
এই জনতার দোহাই দিয়ে যুদ্ধ বাড়ায় দ্বিগুণ।
মাঝখানেতে আম জনতা পুড়ে হচ্ছে ছাই,
ক্ষমতলোভী ঐ নেতাদের কি করে বোঝাই?
বলো, এখন কোথায় যাই?


০৮/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।