(কোন একজন কবিকে উৎসর্গীত।
    তাঁর নামটি থাকুক অব্যক্ত।)
=============================================
হারায়েছো কোথা তুমি?
এ জগৎ চষে খুঁজছি তোমায়, প্রিয়তর রঙ্গিণী!
খুঁজছি তোমায় লোকালয় মাঝে, খুঁজছি বাদার বনে,
খুঁজছি তোমায় আকাশ চাতালে, চন্দ্র-তারার সনে।
কখনো হয়েছি কৃষ্ণ চেতন, মোহন বাঁশুরী লয়ে
বৃন্দাবনের পথে পথে ঘুরি উদাস বাউল হয়ে।


বুকের ভেতরে যত শ্বাস আছে বাঁশুরীর বুকে ভরে,
ফুঁকারিয়া যাই তোমার নামটি ধরে।
চারপাশে ঘোরে লক্ষ গোপিনী, নৃত্য করিছে তারা,
হইনি আত্মহারা।
সূর্যের মতো একক রাধিকা, বিনোদিনী তুমি, রাই!
শুদ্ধ চেতনে তুমিই নিত্য, আপনার করে চাই।


এই কথা রেখো মনে,
হাজার বছর পথ হেঁটে যাবো তোমার অন্বেষণে।
পাইনি তোমায় তাই বুঝে মনে পাওয়ার আশা জাগে,
নিঝুম নিশিতে জেগে উঠো অনুরাগে।
জগতের সব সুখগুলো তুলে এক সুঁতে মালা গড়ি,
তোমার গলেতে পরম সোহাগে জড়াইবো অপ্সরী।


বন্ধুর পথে হাঁটি,
প্রতিদিন চলে এই জীবনের ঘুড্ডির কাটাকাটি।
সবল সুতিকা তোমার জীবন করে রাখে সুস্থির,
ভোকাট্টা আমি শুধু উড়ে যাই আকাশেতে অস্থির।


০৮/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।