তুমিই আমার প্রাণ-রাধিকা, পরিযায়ী পাখি,
বুকের তলে গোপন করে তোমায় ঢেকে রাখি।
হাজার বছর বাসবো ভালো যতই করো ছল,
তুমিই আমার কাব্য কথা শব্দ-কোলাহল।


আর কতোকাল ঘুমের দেশে থাকবে তুমি 'মম'?
বিশ্বলোকে তুমিই আমার চেতন-রাহী সম।
নিজকে ভাঙি, নিজকে গড়ি, নিজকে করি শুদ্ধ,
তোমার তরে সব্যসাচী, হই যে অনিরুদ্ধ।


পলকা প্রেমের ঝলক তুলে আনিনি রোশনাই,
সাত সাগরের গহীন জলে খুঁজছি তোমায় তাই।
বলছো তুমি, আমি নাকি সুরহীনা এক তাল,
সেই বে-সুরের বন্ধু হয়ে থাকবো চিরকাল।


একবার নয়, দুইবার নয়, সহস্র বার এসে,
কৃষ্ণ-চেতন হৃদয় নিয়ে যাবো ভালোবেসে।


১৫/০১/২০১৫।
পল্লবী, ঢাকা।