আমি কোন কবি নই,
তবু, কবিতার কথা কই।
কবিতা আমার মগজের কোণে তোলপাড় করে, তাই,
শব্দকে এনে ঘষামাজা করে কবিতা বানাতে চাই।
শব্দ ও সুর থাকে বহুদূর, যেন পরিযায়ী পাখি,
শীতের ছোঁয়াচ পরিহার করে উষ্ণতা ধরে রাখি।


কবিতা বানাতে পারি নাকো আমি কভু,
সোমত্ত যোয়ানীর মতো ধরে তবু
শব্দ-ছন্দ-সুরের লহরী আঁকতে যদিবা চাই,
কোত্থেকে এসে হাজির হয় যে আস্ত কবিতাটাই।


কবি, কবিতার খোঁজে হাঁটে দুস্তর পথ,
কবিতারা এসে কবিকে বানায় কাব্য কলার রথ।
আমি কোন কবি নই; তবু, কবিতার কথা কই,
কবিতার গায়ে আঁক কষে কষে উন্মুখ চেয়ে রই।


১৬/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।