(১)
তুমি একটি নদী-
ছুঁতে গেলে তোমায়, হয়ে যাও মরুভূমি;
নক্ষত্রের সমুদ্র সাঁতরায়ে
অগ্নিগিরির চুড়ায় উঁকি দিয়ে দেখি,
এখনো আছো অভিমান নিয়ে, সেই আগের তুমি।


(২)
তোমাকে বলেছিলেম
রোদের ফুল দেবো শীতার্ত নিশিতে;
বাতাসের ঘুঙুর বাঁধবো যতনে
শিশির-আলতা মাখানো নিটোল চরণে,
অথচ, ভালোবাসা ভরে রাখো শীতল শিশিতে।


(৩)
জলের পরী! ফিরে এসো,
শাপলার বনে শিশিরের ঢেউ উঠছে আজ;
শুকতারার টিপ এঁকে দেবো ভালে,
শরবনের  বিকেল তুলে দেবো চোখের আলোয়,
অশ্রুতে ধুয়ে নেবো তোমার সকল নীলাভ লাজ।


২০/০১/২০১৫।
পল্লবী, ঢাকা।