তোমায় চেয়েছি প্রাণের গহীনে, নদীর মতোন
ধুয়ে নিবে তুমি সকল দুঃখ, জীবনের যতো
কষ্টের ধারা, বানের জলের সোহাগী পরশে;
সুখের বৈঠা দুই হাতে ধরে বেয়ে যাবো দূরে,
গীত গাবো এই প্রাণ খুলে- ভাটিয়ালী, মার্ফতি।
সমস্ত জল শুকালো তোমার, মরু হয়ে গেলে-
ধু ধু বালুময়; আমার দু'চোখ নদী হলো আজ।
এখানে তুমুল কষ্টেরা হাসে নির্ভাবনায়।


২০/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।