কবিতারা এখন ঝলসে উঠে হাসপাতালের বার্ন ইউনিটে,
অবুঝ শিশুর চিৎকার- তীব্রতর, মৃত্যু যন্ত্রণার;
অগ্নি-ঝলসানো পিতার দগদগে আঙুল
ছুঁতে পারে না কোমল শিশুর তুলতলে গাল।


কবি! আজ প্রেমের কবিতা নয়,
তুমুল শ্লোগান-মূখর রাজপথে আদর্শিক কবিতা নয়,
ক্ষমতার মোহে বিবশ আমাদের রাজনৈতিক প্রাণ!
জিম্মি হয়েছে সাধারণ জন- শিশু-কিশোর-যুবক-বৃদ্ধ-নারী;
কবিতারা এখন গুমরে গুমরে কাঁদে
বার্ন ইউনিটের পোড়া মাংসের গন্ধের ভীড়ে।


এসো, সাদা পতাকা হাতে- ভালোবাসার প্রত্যয়ে,
এসো, প্ল্যাকার্ড নিয়ে- ঘৃণার অক্ষর লিখে,
এসো, দুর্বৃত্তের মণ্ডু পতনের দীপ্য শপথ নিয়ে,
অন্ধকার ঘুচানোর প্রত্যয়ে মঙ্গলালোকে- শহীদ মিনারে।


ধ্বংস করতে হবে ক্ষমতালোভী অমানুষ-কীট,
বন্ধ করতে চিরতরে হাসপাতালের বার্ন ইউনিট।


২৪/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।