(এক)
মিথ্যার জগত মাঝে বসতি তোমার,
মিছেমিছি অবহেলা করো বন্ধুজনা;
সেদিন বলেছো, করবে না অহঙ্কার,
নদীর মতো সরাবে সব আবর্জনা।


(দুই)
মিহিন শরীর তব, উজ্জ্বল মানুষী,
'মিলেমিশে এইখানে রবো চিরকাল।'
সেই কথা ভুলে গেছো, প্রিয় প্রাণতোষী!
নক্ষত্রময় আকাশ আঁধার, বেহাল।


(তিন)
মিতালী গড়েছি আজ অন্ধকার সনে,
মিহিরালোকের ছোঁয়া চাইবো না আর;
সেহেলিরা চলে যাক সরসিজ বনে,
নরান্তকের পরশে কাটবে আঁধার।


০৩/০২/২০১৫
মিরপুর, ঢাকা।