(কবিতা নয়)


কোথায় হারালে, লুকালে কোথায় মিমি?
চরণ তোমার আসরে পরে না আজ;
ফিরে এসো, কবি! আমাদের ভুবনেতে,
আবার হোক না কবিতার কারুকাজ!


ভালোবাসা আজ পলাতকা মেয়ে যেন,
ভয়ে ভয়ে কাটে তাহার দিবসগুলো;
এখনো মরেনি রস-মমতার প্রেম,
এখনো নিভেনি জীবন-প্রদীপগুলো।


তোমরা যাহারা কবির খবর জানো,
বলিও তাঁহারে আসিতে আসর মাঝ;
এখনো আমরা তাঁহার অপেক্ষাতে
ভাঙেনি শীতের চাদরখানির ভাঁজ।


বরণ করিতে কবির চরণখানি
জ্বালাই দেয়ালি আসরের চারিদিকে;
পরাবো গলেতে রঙিন উত্তরীয়-
ভালোবাসাগুলো হয়নিকো আজো ফিকে।


যেখানেই থাকো প্রিয়তর, প্রিয় কবি!
ফিরে এসো আজ আসর ডাকিছে, জেনো,
আমাদের ছেড়ে কোনবা দেশেতে রহো
একা একা তুমি? কোন প্রয়োজনে? কেনো?


এসো, আজ মিলি হাসি-কান্নার ভীড়ে,
আবার জাগুক আনন্দ উচ্ছ্বাস;
একদিন হবে জীবনের ধারা লীন,
আমরা হবোই আসরের ইতিহাস।


৩০/১২/২০১৬
মিরপুর, ঢাকা।