সখী, তুই বুঝবি কি প্রেম-ব্যথা?
এই দেহ মন বিষাদিত আজি, অধরে ঝরে না কথা॥


(আমি) যাহার লাগিয়া পথে পথে ঘুরি করিতে চায় সে পর,
তাহার পিরিতি তবে কি গো সখী ভাঙা-গড়া বালুচর?
এই ব্যথা আমি সইতে পারিনা মরমেতে ব্যাকুলতা॥


সাগর বেলাতে যে প্রেম হারায় আসে নাতো ফিরে আর,
তবুও মনের আকুতি আমার জাগিয়াছে বারেবার।


কহিতে চাহিয়া মনের বেদনা কতো বার ফিরে আসি,
বলিতে পারিনি আমি যে তোমারে কতোটুকু ভালোবাসি।
বিরহ-অনলে জ্বলেছি সদায় হারিয়েছি চপলতা॥


১০/০১/২০১৬
মিরপুর, ঢাকা।