আঁখির সামনে দেখি যে তোমারে
          পাই না হৃদয়ে আর;
ধরতে গেলেই চলে যাও দূরে,
          রহো তুমি অবিকার।


আমার গোপন ইচ্ছেগুলোকে
কৌশল করে মেশাও ধুলোতে,
জীবনের এই দীর্ঘশ্বাসেতে
          হয়ে যায় একাকার॥


জলধারা বহে হৃদয়ে আমার,
          তুমি আজ কতো দূর?
হাতের নাগালে রহো তুমি, তবু
          উথলে সমুদ্দুর।


কোথায় হারালো সেই সে-ই দিন,
যাহা ছিলো হাসি-খুশি অমলিন?
দিবসের আলো হয়েছে বিলীন
          নামছে অন্ধকার॥


১৩/০১/২০১৬
মিরপুর, ঢাকা।