ফেসবুক চুকচুক দিনরাত কথা কয়,
প্রেম প্রেম সখি-শ্যাম প্রতিদিন লীলাময়।
রাত-দিন চিনচিন বুকে ব্যথা প্রতিদিন,
সুকুমার সুর সব বেজে উঠে অমলিন।


সোডিয়াম বাতিগুলো বিদগুঁটে আলো দেয়,
কারা যায়, কারা খায় ঘোলাচোখে দেখে নেয়।
ফেসবুকি জেগে থাকে, জাগে আরো কুকুরেও,
ইলিশেরা ঝাঁকেঝাঁক লাফ দেয় পুকুরেও।


আধুনিক ছেলে-মেয়ে ঘুমহীন ফেসবুকে,
সারারাত জেগে থাকে কতো কথা, কতো সুখে।
তারপর, দেখা হলে কথা হয়, শত ভয়!
সব কিছু পিছে ফেলে চোখে চোখে কথা কয়।


চাইনিজে গিয়ে তারা স্যুপ খায় মাশরুম,
বাড়ি এসে ঘন ঘন যায় শুধু বাথরুম।
লীলাখেলা অবহেলা প্রাইভে্ট কোম্পানী,
পরিশেষে, নির্ঘুম ভুলে যায় জলপানি।


ফেসবুক! ফেসবুক!! কোথা গেলে? নেট নাই?
বাপ-মার টাকাগুলো মুঠোমুঠো ঢালি তাই।


১৪/০১/২০১৬
মিরপুর, ঢাকা।