তুমি এখন দূর আকাশের চাঁদ,
হাত বাড়িয়ে যখন ছুঁতে যাই-
রাতের তারা দেয় যে অপবাদ,
জোছনা-জলে সাঁতার কাটি তাই।


ঘুমায় এখন রাত-পাখিরা সব,
স্বর্গ থেকে নামে আলোর ধারা;
বিপুল স্বপ্ন করছে যে উৎসব,
গহীন আশায় বুক বাঁধে যে তারা।


নীল বেদনার দীঘল নদী বেয়ে,
একলা চলি সুদূর উজান পানে;
আজন্ম লোভ; তাইতো থাকি চেয়ে,
রাতের শিশির ঝরে নবীন গানে।


সবাই বলে, কেমন সে পাগলামী!
বুঝি না তো সঠিক মনোভাব;
কেউ জানে না; জানি, শুধু আমি,
গৃহের মাঝে চন্দ্রিমার অভাব।


সুখের ধারা হয় সরোবর-নদী,
একটুখানি হাত বাড়িয়ে দিলে;
আমরা দু'জন পরস্পরে যদি
পথ হেঁটে যাই একত্রেতে মিলে।


১৮/০১/২০১৭
মিরপুর, ঢাকা।