আকাশের মতো নত হয়ে ঝুঁকে আছি
তোমারই চারিদিকে; চারিদিকে জল-
শীতল, নিটোল, স্থির; মাঝে পদ্মফুল;
মধ্যিখানে বসে আছো, সরস্বতী যেন।
প্রথম নারীর চোখ, বিদ্যুৎছটার
প্রবল আলোক জ্বলে; বিমোহিত প্রাণে
ছুঁয়ে দেবার উদগ্র বাসনারা জাগে;
রুঁয়ে যাই স্বপ্ন-বীজ, গহন শীলায়।


পৃথিবীর মানুষেরা রঙিন প্রেমের
পরশে কাতর হয়; প্রেমের জৌলুস
নিয়ে কবিতা রচনা করে। প্রেম নামে
ঋণ আছে, কোনদিন স্বীকার করে না;
তারাও কবি। যেমন, নারীর সিঁথানে
সিঁদুরের টিপ দিয়ে স্বামীত্ব ফলায়।


২৪/০১/২০১৬
মিরপুর, ঢাকা