ইচ্ছে হলেই আমার ইচ্ছেগুলোয়
লাগিয়ে দিতে পারো দু'টি ডানা;
ইচ্ছে হলেই উড়িয়ে দিতে পারো
নীল-আকাশে করবে না কেউ মানা।


আমার সুখের দিনগুলোকে ছোঁবে?
ছড়িয়ে দিলেম, ইচ্ছে হলেই ছোঁও;
নীল নয়নের অশ্রুধারায় ধোবে?
ইচ্ছে জলে সুখগুলোকেই ধোও।


কিন্তু আমার দুঃখগুলো! প্রিয়,
ওই খানেতে দিও নাকো হাত;
দুঃখগুলোয় ভালোবেসে আমি
ঘুমহীনতায় কাটাই দীঘল রাত।


ধূসর দুঃখে আরো দুঃখ ঢেলে
সৃষ্টি করি কাব্যকথার ছড়া;
তাইতো বুকের কাছে দুঃখগুলো
জমিয়ে রাখি ভরে হাজার গড়া।


দুঃখগুলো ভাসিয়ে দেই না জলে
রাগ করে সে যায় যদিবা দূরে;
যতন করে চেপে রাখি বুকে
প্রিয় কথার, প্রিয় গানের সুরে।


তোমার যদি ইচ্ছে জাগে কভু
দূরের থেকে দেখো অপলক;
দুঃখধারার তপ্ত হুতাসনে
পোড়ায়ও না তোমার কাজল চোখ।


দু'হাত দিয়ে জড়াইও না তাকে
আমার দুঃখ আমার বুকেই থাক;
দুঃখ আমার চির পরিচিত
দুঃখানলে হৃদয় পুড়ে খাক।


দুঃখে-মাঠে লাগাই গোলাপ চারা
মহান করে দুঃখ-ফুলের বাস;
তাই বুঝিবা অনেক কারুকাজে
শব্দে, ছন্দে করি দুঃখের চাষ।


২৪/০১/২০১৬
মিরপুর, ঢাকা।