(এক)
যে কথা পাঠক বোঝে না কখনো
সে কথার বাণী কবিতা নয়;
যেখানে পাঠক অনুভব করে
সেটাই কবিতা হয় নিশ্চয়।


(দুই)
দুখের আঁচরে কবিতা জন্মে
সুখ-পরশেও  কবিতা হয়;
সুখের কবিতা সাময়িক হাসে
দুখের কবিতা বাঁচিয়া রয়।


(তিন)
বিরহী বাতাস করিছে হুতাশ
বকুলেরা এখন ফুটে না আর;
কবি ও কবিতা ফুটবে নিশ্চয়
বকুলের মতো চমৎকার!


২৮/০১/২০১৯
মিরপুর, ঢাকা।