ঝিকাগাছের আঠা দিয়ে ফড়িং ধরার খেলা,
নরম আলোর আনন্দতায় কাটতো সারাবেলা।
কই হারালো? কোথায় গেলো? কতো বহুদূর?
হারিয়ে গেছে ঝিঁঝিঁ মেয়ের সুরবাহারীর সুর।
কিশোর কালের ছেলে-মেয়ের সুখের কলতান,
ধূসরতায় ঢেকে গেছে আনন্দের সেই বান।


বর্তমানের শিশুরা আর আকাশ দেখে না,
সবুজ নিয়ে, নদী নিয়ে স্বপ্ন বোনে না।
কম্পিউটার, মোবাইল আর পিএসপিতে কানা,
সূর্য উঠার রঙ দেখে না, পোষা মুরগীর ছানা।
তাদের এখন গল্প শোনার আগ্রহটা কম,
নিজের সাথেই নিজে তারা ব্যস্ত সারাক্ষণ।


২৪/০১/২০১৭
মিরপুর, ঢাকা।