বাংলা কবিতা ওয়েবসাইটের প্রিয় এডমিন- কবি আসিকুর রহমান পল্লবকে 'সত্যিকারের কবি' উৎসর্গ করা হলো।
____________________________________
স্বপ্নগুলো ভিজিয়ে রাখি জলে
সময়-সুযোগ পেলে করবো চাষ;
ঢেকে দেবো গাঢ় স্বপ্ন-নীলে
এই জীবনের সকল সর্বনাশ।


কিছু স্বপ্ন পৃথক করে রাখি
তোমার তরে, আমার পকেট ভরে;
অভিমানের অবহেলায় ক্রমে
স্বপ্নগুলো ধূসর হয়ে পড়ে।


স্বপ্ন-চাষীর বুকের ব্যথা কেমন!
বুঝে নাকো আলালের দুলালী;
স্বপ্নবিহীন ভোগ-সর্বস্বা যেন-
বৈভবতে সুখ খুঁজে সে খালি।


স্বপ্ন শোকে পাগল হয়ে যিনি
ঘর ছেড়ে যায় আপন-স্বজন সবই;
সেই পাগলে স্বপ্ন খুঁজে যখন,
তখনই সে সত্যিকারের কবি।


২৪/০১/২০১৬
মিরপুর, ঢাকা।
______________________________________
(মানুষের মাথা খারাপ হলে, তাকে 'পাগল' বলে;
আর, পাগলের মাথা খারাপ হলে, সে কবি হয়!)