হৃদয়ের কোণে মুগ্ধতা জাগে অন্যরকম আজ,
ব্যস্ত সড়কে লাল-হলুদের ফাগুনের কারুকাজ।
শহুরিয়া চোখ অপলক চেয়ে আঁকাবাঁকা পথ চলে,
সারাদিনমান আকাশে-বাতাসে কত কথা যায় বলে।
ফুলের শরীরে ফুলের গহনা, ফুলের বৃষ্টি নামে,
বসন্ত বায় পত্র পাঠায় ফাগুনের নীল খামে।
মননের মাঝে ভালোবাসাবাসি- দুরন্ত এক খেলা,
পহেলা ফাগুন দখিনা বাতাসে ভাসায় রঙের ভেলা।
এমন শীতল আনন্দময় আবেশিত পরিবেশ,
জগতের মাঝে পাবে না যে খুঁজে এমন সোনার দেশ।


সময়ের তোড়ে বিস্মৃত হয় জীবনের কত কথা,
ভুলতে পারি না অস্তিত্বের বাংলার তরুলতা।
এমন সবুজ, এমন আকাশ, অনন্য অনুভূতি!
ধরনীর মাঝে পাবে না কোথাও এমন আলোর জ্যোতি।
গাছে গাছে হাসে পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ার লাল,
দোয়েল-শালিক-ময়না-কোকিল হচ্ছে উন্মাতাল।
প্রকৃতিপ্রেমিক মনটা আমার দিশেহারা হলো আজ,
সবুজ পাহাড়ে উতলা ঝরণা, ওই এলো ঋতুরাজ!


১৩/০২/২০১৭
(১ লা ফাল্গুন, ১৪২৩)
মিরপুর, ঢাকা।