এখনও রোজ নিয়ম করেই তোমাকেই ভাবি
প্রিয়তি; আজন্ম লালিত প্রেম আমার, হৃদয়ের ঈশ্বরী!
শুদ্ধতার হাস্যকর অনুপ পরিস্থিতিতে
প্রতিবার হেরে যাওয়ার তুমুলতর যুদ্ধক্ষেত্রে;
নিজেকে নিজেই জিতিয়ে নেবার মিথ্যা দাবী করি।


তুমিই সে-ই কবিতা- নদীর বুকে উর্মির ভালোবাসা;
দুরন্ত কবিতা যদিবা হারায়ে যেতে চায় দূরে, যাক।
জানালার ধারের আলোর অপূর্ব মহিমার মতোন
নিখুঁত শব্দের ছন্দিত ছন্দের অবশেষটুকু
নির্জন পাহাড়ের বুকেতে ঝর্ণার মতোই বেঁচে থাক।


সুন্দর মেঘের মেয়ে! আকাশকে রঙিন করে তোলে;
সামুদ্রিক নির্জন এ রাতে মেঘ চাই নাকো আমি, হে অপ্সরী!
পরিপূর্ণ জ‌্যোৎস্নার জোয়ার নামুক এইখানে
নিরন্তর করুণাতে, চকোরের বেলাভুমে
নিটোল কবিতার মতোন। তুমিতো উর্বশী, অনিন্দ্য সুন্দরী।


১৭/০২/২০১৭
মিরপুর, ঢাকা।