এইবার বুঝি প্রেম হয়ে গেলো,
প্রাণের বইমেলার উত্তাল অঙ্গনে।
তাহাদের সাথে হেঁটে গেছি, হাতে ধরে হাত,
রঙিন বিকেলে। এ কথা সে কথা; অতঃপর,
সুর করে গেয়ে গেছি কবিতার গান,
হারানো দিনের সুরে, অমিতাভ স্বরে।
হেঁটেছি উদ্দেশ্যহীন- এক স্টল থেকে অন্য স্টলে,
বইয়ের প্রচ্ছদের কারুকাজ দেখে দেখে;
মাঝে মাঝে আনমনে আনকোড়া যুবতীর মতো
খুলেছি নবীন পাতা আলতো ছোঁয়ায়;
পড়িয়াছি ভেতরের কথা- দু'চার লাইন।
কখনো কিনেছি; কখনোবা ফিরে এসে
ধরিয়াছি তাহাদের হাত- অদ্ভুত পেলব শৈলীময়!


চারিদিকে ফুল আর প্রজাপতি, এসেন্সের ঘ্রাণ,
নিয়ন-আলোর শেষে অন্ধকার নামে;
প্রিয়তির শরীরের থেকে আসে মানুষীর গন্ধ;
টের পাইনি, পৃথিবীতে কখোন আসলো রাতের অন্ধকার।
আবার হেঁটেছি নক্ষত্রের পথে; পাশাপাশি চলি-
মানব-মানবী হাতে রেখে হাত;
যখন বুঝতে পারি, অজস্র সুখের শিশিরের কণা
অন্ধকার ভেদ করে নেমে আসে অকস্মাৎ;
অনুভব হয়- এইবার বুঝি প্রেম হয়ে গেলো।


০১/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।