ভাল্লাগে না কোন কিছু
       ভাল্লাগে না কাজ,
ভাল্লাগে না খানা-পিনা
       কোন কিছুই আজ।


ভাল্লাগে না ফুলের সুবাস
       তোমার ছোঁয়া বিনে,
ভাল্লাগে না দূরের আকাশ
       রাত-দুপুরে দিনে।


ভাল্লাগে না নদী-সাগর
       ভাল্লাগে না পাহাড়,
ভাল্লাগে না তোমায় ছাড়া,
       এইখানে কে কাহার?


ঘুমের আগে তোমায় দেখি
       ঘুমের শেষেও তুমি,
ঘুমের মাঝে চুপে এসে
       স্বপনে যাও চুমি'।


ভাল্লাগে না এই শহরের
       ছল-চাতুরীর গ্যাঞ্জাম,
নিত্য যে চাই চিত্ত মাঝে
      প্রেম, প্রিয়তির আঞ্জাম।


ভাল্লাগে না, ভাল্লাগে না,
       ভাল্লাগে না আর,
প্রিয়তিহীন আঁধার জীবন
      মিথ্যা এই সংসার!


০২/০৩/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।