সুন্দরীতমা আকাশলীনা! মোহহীন ভালোবাসা;
অনন্তকাল জাগে দুর্বার প্রত্যাশা।
জাগিয়েছো মনে- জ্যোৎস্নার মাঠে দুরন্ত মেঘস্মৃতি;
অমর কাব্যের অমিয়ধারার মধুময় শত গীতি।
তুমি যদি বলো-  'আকাশের নীল,
শাপলার বনে আলো ঝিলমিল,
সকল আমার, আমার সকল;
আমারই অধিকার।'
নিরুত্তর রবে সবে; বিশ্ব-চরাচর,
সাগর-পাহাড়-মরু-অম্বর।


তোমার অমল ভালোবাসা নিয়ে,
বলো যদি তুমি- 'ওয়ি, প্রিয়ে!
ভালোবাসি, আমি ভালোবাসি, তোমাকেই ভালোবাসি।'
ভালোবাসাহীন এই অন্তর; বিরহানলে যা হয়েছে খাক;
ওই নির্বাক
কণ্ঠ উচ্চৈঃস্বরে বলবে-
'তারায় তারায় রটিয়ে দেবো,
ওগো, নক্ষত্রের মেয়ে!
আমি যে তোমার, তুমি-ই প্রিয়তি, আমার প্রিয়তি।'


০৫/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।