ভালো ভাষায় বলেছো মননের কথা-
'এসো, ছোট ছোট বাক্যে ভালোবাসা গড়ি।'
পাশেতে নেইকো তুমি বাড়ে ব্যাকুলতা
প্রিয়হীন এ জীবনে; এখন কী করি?
বুকের তলে প্রকাশে ঘন ব্যথা-রাশি,
এই অনুভবকেই বলে ভালোবাসা!
রাতদুপুরে বাজায় কে মোহন বাঁশি?
বিরহী মনে জাগছে প্রশ্রয়ের আশা।


ঘুমহারা দুই চোখ নোনা তপ্ত জল,
টলমল টলমল, অশ্রু শুধু ঝরে;
তোমার ছায়ার মতো রূপ-অবিকল,
রাতে কে যেন নীরবে হেঁটে যায় ঘরে।
ভালোবাসা জীবনের এক সর্বনাশা
সোনাবীজ, মরুভূঁয়ে জলাঙ্গী প্রত্যাশা।


০৫/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।